ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেতা শিমুলের দাবি, অ্যাটেম্পট টু মার্ডার হয়েছে

প্রকাশিত: ১৫:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:০০, ৩০ সেপ্টেম্বর ২০২৩
অভিনেতা শিমুলের দাবি, অ্যাটেম্পট টু মার্ডার হয়েছে

তারকাদের অংশগ্রহণে সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজন করা হয়। এরই মধ্যে এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের তারকা শিল্পীরা। তবে এই টুর্নামেন্টে সন্ত্রাসী ছেলেদের এনে খেলানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেল অভিনেতা মনির খান শিমুল।

গতকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নির্মাতা দীপংকর দীপন ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের টিমের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই পরই এমন মন্তব্য করেন শিমুল। তিনি দীপংকর দীপনের টিমের খেলোয়ার। 

মনির খান শিমুল গণমাধ্যমে জানান, বাইরে থেকে সন্ত্রাসী ছেলেদের এনে খেলানো হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও রাত ১১টার পর খেলা শেষে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। 

এরপর ক্ষুব্ধ অভিনেতা মনির খান শিমুল গণমাধ্যমের সামনে বলেন, ‘এটা আসলে সেলিব্রিটি ক্রিকেট লিগ না। তিনটা-চারটা টিম হলে হতো।বস্তি থেকে ছেলে নিয়ে আসছে, যাদের আমরা চিনি না। ব্যাট নিয়ে এসে বলতেছে, ভাই আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া পোলাপান।’

তিনি আরও বলেন, ‘এখানে নব্বই দশকের গণ-আন্দোলনে অংশগ্রহণ করা খেলোয়াড়ও আছেন। আমাদের দুই-তিনটা প্লেয়ারের গায়ে গুলিও আছে। আমার বডিতে স্পট আছে। আমরা কি কম কিছু করতে পারি? কিন্তু এটা ক্রিকেট ম্যান! এরা তো খেলাটাকে হাডুডু বানায় ফেলছে। সব সন্ত্রাসী ছেলেরা এসেছে। আমি আইনি ব্যবস্থা নেব এদের বিরুদ্ধে। অ্যাটেম্পট টু মার্ডার হয়েছে।’

এই সংঘর্ষে ৬ জন আহত হন। আহতরা হলেন- শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়েছে।

রাহাত/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়