ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ বিজয়ী কত টাকা পুরস্কার পেলেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:৫৯, ১ অক্টোবর ২০২৩
‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’ বিজয়ী কত টাকা পুরস্কার পেলেন?

টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’-এর তৃতীয় সিজনে বিজয়ী হয়েছেন পুণের সমর্পন লামা। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় এ শোয়ের গ্র্যান্ড ফিনালে।

পুরস্কার হিসেবে ২০ বছর বয়সী সমর্পন লামা পেয়েছেন ১৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯ লাখ ৯৫ হাজার টাকার বেশি)। পাশাপাশি সমর্পন লামাকে একটি ট্রফি উপহার দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

অনুভূতি ব্যক্ত করে সমর্পন লামা ইন্ডিয়া টুডে-কে বলেন— ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না, এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। এটি সত্যি আমার কাছে অপ্রত্যাশিত। এমন ঘটনার অনুভূতি কীভাবে প্রকাশ করতে হয় তা আমি জানি না।  আমি ভীষণ উচ্ছ্বসিত।’

পরিবার ও বন্ধুদের কথা জানিয়ে সমর্পন লামা বলেন, ‘আমার বিজয়ের আনন্দে বন্ধুরা কেঁদেছে। আমার মা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কিন্তু বিজয়ী হিসেবে যখন আমার নাম ঘোষণা করা হয়, তখন আমার বাবা, ভাই-বোনেরা নাচতে শুরু করেছিলেন।’

চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগী লড়াই করেন। বাকি চারজন হলেন—শিবাংশু সনি, বিপুল কান্দপাল, অনিকেত চৌহান ও অঞ্জলি মামগাই।

গ্র্যান্ড ফিনালের আসরে বিচারকের দায়িত্ব পালন করেন গীতা কাপুর, টেরেন্স লুইস, সোনালি বেন্দ্রে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয় বানসালি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়