ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিবেকের মামলায় প্রযোজক গ্রেপ্তার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১২:২৮, ৩ অক্টোবর ২০২৩
বিবেকের মামলায় প্রযোজক গ্রেপ্তার

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার প্রাক্তন ব্যবসায়ীক পার্টনার ও প্রযোজক সঞ্জয় সাহাকে। রোববার (১ অক্টোবর) সঞ্জয়কে রিমান্ডে নিয়েছে পুলিশ। জুম টিভি এন্টারটেইনমেন্ট এ খবর প্রকাশ করেছে।

১ কোটি ৫৫ লাখ রুপি প্রতারণার অভিযোগে (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৪ লাখ টাকার বেশি) গত ১৯ জুলাই এমআইডিসি থানায় চলচ্চিত্র প্রযোজক সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহা এবং রাধিকা নন্দার নামে মামলা দায়ের করা হয়। এ মামলায় সঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরো পড়ুন:

মুম্বাই পুলিশের ডিসিপি দত্ত নালাওয়াদে বলেন, ‘গত জুলাই মাসে এমআইডিসি থানায় একটি প্রতারণা মামলা দায়ের হয়। আনন্দিতা এন্টারটেইনমেন্ট এলএলপির তিনজন পরিচালকের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতর নামে বিভিন্ন থানায় প্রতারণার অভিযোগ রয়েছে। বিস্তারিত জানতে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।’

মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০১৭ সালে ওবেরয় অর্গানিক নামে একটি কোম্পানি চালু করেন বিবেক ওবেরয়। প্রতিষ্ঠানটি খুব ভালো না চলায়, এর অংশীদার করেন ৩ অভিযুক্তকে। তারপর পুরোনো ব্যবসা বাদ দিয়ে আনন্দিতা এন্টারটেইনমেন্ট নামে ইভেন্ট ব্যবসা শুরু করেন। ২০২০ সালের জুলাইয়ে এ বিষয়ে তাদের চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী বিবেক তার সমস্ত শেয়ার নতুন কোম্পানির নামে হস্তান্তর করে দেন। দুই বছর পার হওয়ার পর এ অভিনেতা বুঝতে পারেন, নতুন প্রতিষ্ঠানের নাম করে যে অর্থ নেওয়া হয়েছে, তা অভিযুক্তরা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।  

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়