ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বউ সাজতে পার্লারে অপু বিশ্বাস

প্রকাশিত: ১৬:৫৭, ৩ অক্টোবর ২০২৩   আপডেট: ১৭:৫১, ৩ অক্টোবর ২০২৩
বউ সাজতে পার্লারে অপু বিশ্বাস

চলচ্চিত্রে চরিত্রের প্রয়োজনে অসংখ্যবার নববধূ রূপে সেজেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তা ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে এমন রূপে ধরা দিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় ফের বধূবেশে ফ্রেমবন্দি হলেন এই অভিনেত্রী।

সোমবার (২ অক্টোবর) রাজধানীর আফতাব নগরে আলিফ’স মেকআপ স্টুডিওতে বউ সেজেছেন এই নায়িকা। পার্লারটির ফটোশুটে অংশ নিতেই অপু বধূ সাজেন বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার আলিফ। 

আরো পড়ুন:

গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সেজেছেন অপু বিশ্বাস। এ বিষয়ে গৌতম সাহা বলেন, ‘এ পর্যন্ত অপুর অনেকগুলো ফটোশুট করেছি।ব্রাইডাল লুকে ওকে বেশি ভালো লাগে। অপুকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ভালো। আমার চয়েজ ও সহজেই বুঝে যায়। ভালো হয়েছে আলিফ’স মেকআপ স্টুডিওর ফটোশুটটি।’

অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সর্বশেষ সিনেমা ‘লাল শাড়ি’ গত ঈদে মুক্তি পায়। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যায় গৌতম সাহাকে।অপুর পরবর্তী সিনেমা ‘ছায়া বৃক্ষ’। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। চলতি বছরে মুক্তির পরিকল্পনা করছেন বলে জানান এর নির্মাতা।

রাহাত/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়