ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের খবর প্রকাশ্যে আসায় মুখ খুললেন লিজা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২০ নভেম্বর ২০২৩  
বিয়ের খবর প্রকাশ্যে আসায় মুখ খুললেন লিজা

কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজার বিয়ের গুঞ্জন পুরনো। কয়েক বছর ধরেই এ গুঞ্জন শোনা যাচ্ছে। বিয়ের এক বছর পর গতকাল ১৯ নভেম্বর লিজার বিয়ের খবর প্রকাশ্যে আসে। এরপরই মূলত গুঞ্জনে পানি ঢেলে এ বিষয়ে মুখ খোলেন লিজা। 

লিজার স্বামী সবুজ খন্দকার যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি। লিজা ও সবুজের পরিবারের উপস্থিতিতেই গত বছর দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের পর সবুজ যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন, সম্প্রতি দেশে ফিরেছেন।

লিজা বলেন, ‘২০১৫ সালের দিকে আমি গানের শো করতে যুক্তরাষ্ট্রে যাই তখনই পরিচয়। গত বছর পারিবারিকভাবে আমাদের রেজিস্ট্রি হয়। এটি ছিল ঘরোয়া আয়োজন। আমরা ভেবেছিলাম, দেশের অবস্থা (রাজনৈতিক) একটু স্থিতিশীল হলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। তা ছাড়া সবুজ দেশের বাইরে থাকে। সব মিলিয়ে সবাইকে জানানোর জন্য একটি সুন্দর সময়ের অপেক্ষায় ছিলাম।’

‘গোপনে বিয়ে’ বলতে নারাজ লিজা। তার ভাষ্য মতে, অনেকে বলছেন আমি গোপনে বিয়ে করেছি। এটা মোটেও সত্য নয়। আমি কেন গোপনে বিয়ে করব! আমাদের বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়