ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

‘কঠিন প্রেম’-এ সাব্বির অলঙ্কার 

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২০ নভেম্বর ২০২৩  

তরুণ নাট্যনির্মাতা জিয়াউদ্দিন আলমের ‘কঠিন প্রেম’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেন ছোটপর্দার দুই অভিনয়শিল্পী সাব্বির অর্নব ও অলঙ্কার চৌধুরী। নাটকটি রচনা করেন জুয়েল এ্যালিন।

নাটক প্রসঙ্গে জিয়াউদ্দিন আলম বলেন, বরাবরের মতো এবারও নতুন কিছু দেয়ার চেষ্টা করেছি। এবারের গল্প দর্শকদের ভালো লাগবে। সাব্বির অর্ণব ও অলঙ্কার খুব ভালো অভিনয় করেছেন। তারা আমার পরিচালনায় প্রথম কাজ করেছেন। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।

‘কঠিন প্রেম’ নাটকে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, জয়িতা প্রিন্তী, নেয়ামত রহমান, রিয়াদ তালুকদার, জাবেদ গাজী, শুভসহ অনেকেই। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন শরিফ রানা, সম্পাদনায় মাসুদ রানা অনিক, কালার করেছেন টিডি দিপক, সঙ্গীত পরিচালনা করেছেন সজিব দাস।

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়