তৃষাকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, নিষিদ্ধ হলেও ক্ষমা চাইবেন না অভিনেতা

লোকেশ কঙ্গরাজ পরিচালিত আলোচিত তামিল সিনেমা ‘লিও’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন থালাপাতি বিজয় ও তৃষা কৃষ্ণান। এতে তাদের সহশিল্পী হিসেবে অভিনয় করেন প্রবীণ অভিনেতা মনসুর আলী খান। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।
এক সিনেমায় অভিনয় করলেও মনসুর আলী খান ও তৃষা কৃষ্ণানের একসঙ্গে কোনো দৃশ্য ছিল না। সম্প্রতি এক অনুষ্ঠানে আফসোস করে মনসুর আলী খান বলেন, ‘আমি ভেবেছিলাম তৃষার সঙ্গে আমার একটা বেডরুমের দৃশ্য তো থাকবেই। এর আগের সব সিনেমায় আমি নায়িকাদের তুলে বিছানায় নিয়ে যেতাম। ভেবেছিলাম, তৃষার সঙ্গেও এমন কোনো একটা দৃশ্যে অভিনয় করার সুযোগ পাব।’
মনসুর আলী খানের এ বক্তব্য প্রকাশ্যে আসার পর নিন্দার ঝড় উঠেছে। সিনেমাটির পরিচালক থেকে শুরু করে অনেকে নিন্দা জানিয়েছেন। এমনকি ভারতের নারী কমিশন বিবৃতি দিয়ে এ অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে। এরপর সাউথ ইন্ডিয়ান আর্টিস্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ নদীগড় সংঘ মনসুর আলীকে সাময়িকভাবে নিষিদ্ধ করে এবং তৃষার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। কিন্তু মনসুর আলী খান ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না।
মঙ্গলবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করেন মনসুর আলী খান। এসময় ৬২ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘নদীগড় সংঘ ভুল করেছে (সাময়িক নিষিদ্ধ করে)। এ ঘটনার পর তারা আমার কাছে ব্যাখ্যা জানতে চাইতে পারতো। কিন্তু তারা আমাকে জিজ্ঞাসা করেনি, নোটিশও পাঠায়নি; তাদের উচিত ছিল বিষয়টি তদন্ত করা। কিন্তু এমন কিছুই ঘটেনি।’
আর্টিস্ট অ্যাসোসিয়েশনকে সময় বেঁধে দিয়ে মনসুর আলী খান বলেন, ‘সিদ্ধান্ত বদলের জন্য আমি নদীগড় সংঘকে ৪ ঘণ্টা সময় দিচ্ছি। তারা আমাকে ক্ষমা চাইতে বলেছে। আমি কি অন্য আরেকজনরে মতো যে ক্ষমা চাইব? আমার বিরুদ্ধে মিডিয়া যা খুশি লিখতে পারে। মানুষ জানে আমি কে, তামিল জনগণের সমর্থন আমার সঙ্গে রয়েছে।’
ক্ষমা না চাওয়ার কথা জানিয়ে মনসুর আলী খান বলেন, ‘সিনেমায় ধর্ষণ দৃশ্য কী? এর মানে কি সত্যি সত্যি কাউকে ধর্ষণ করা হয়? সিনেমায় খুন করা কী? তার মানে কি সত্যি সত্যি কাউকে হত্যা করা হয়? আমি ভুল কিছু বলিনি। সুতরাং আমি ক্ষমা চাইব না।’
মনসুর আলী খানের এ মন্তব্য নজর এড়ায়নি তৃষার। এর আগে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেত্রী লিখেছেন, ‘একটা ভিডিও দেখলাম, যেখানে মনসুর আলী খান আমাকে নিয়ে আপত্তিকর কথা বলেছেন। এমন আচরণের প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি তার মতো অভিনেতার সঙ্গে যে আমাকে কাজ করতে হয়নি, সে জন্য নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। আর ভবিষ্যতে যেন কখনো তার সঙ্গে অভিনয় না করতে হয়।’
ঢাকা/শান্ত
আরো পড়ুন