ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগদান সারলেন ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ খ্যাত অভিনেতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২২ নভেম্বর ২০২৩   আপডেট: ১১:৫২, ২২ নভেম্বর ২০২৩
বাগদান সারলেন ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ খ্যাত অভিনেতা

দীর্ঘ দিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন ‘ওয়ান নাইট স্ট্যান্ড’খ্যাত বলিউড অভিনেতা তনুজ ভিরওয়ানি। তার হবু স্ত্রীর নাম তনয়া জ্যাকব। গত ১৭ নভেম্বর পারিবারিক আয়োজনে বাগদান সারেন তারা। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

তনুজ ভিরওয়ানি বলেন, ‘তনয়ার বাবা-মা ও আমার বাবা-মা অনেক দিনের বন্ধু। ৯ বছর ধরে আমি তনয়াকে চিনি। কিন্তু এক বছর আগে আমরা সম্পর্কে জড়াই। পরস্পরকে জানার জন্য তনয়া সিঙ্গাপুর থেকে মুম্বাইয়ে বসবাস শুরু করে। গত ১৭ নভেম্বর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সিঙ্গাপুরে বাগদান সম্পন্ন হয়েছে।’

আরো পড়ুন:

এতদিন সঠিক মানুষের জন্য অপেক্ষা করেছেন তনুজ। তা জানিয়ে এ অভিনেতা বলেন, ‘অবশেষে আমি বিয়ে করতে যাচ্ছি। নির্দিষ্ট বয়স হয়েছে এবং পরিবারের চাপে বিয়ে করতে হবে এমনটা আমি মনে করি না। মা চেয়েছিলেন আমি ৩২ বছর বয়সের মধ্যে যেন বিয়ে করি। কিন্তু আমি অর্থনৈতিক ও ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে চেয়েছি। বিয়ে মানেই পরস্পরের মাঝে বন্ধুত্ব ও সামঞ্জস্যতা প্রয়োজন। সুতরাং আমি সঠিক মানুষের জন্য অপেক্ষা করেছি।’

তনয়া ফিল্ম ইন্ডিাস্ট্রির কেউ নন। কিন্তু গত এক বছর রুপালি জগতের বিভিন্ন পার্টিতে গিয়েছেন তিনি। এ বিষয়ে তনুজ বলেন, ‘সে আমার কাজের বিষয়টি বুঝতে পেরেছে এবং সহযোগিতা করছে। বিয়ের পর তনয়া মুম্বাইয়ে কোনো কাজের সঙ্গে যুক্ত হবে। আর বিয়ের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাব।’

তনুজের আরেক পরিচয় তিনি অভিনেত্রী রাতি অগ্নিহোত্রীর পুত্র। ২০১৩ সালে ‘লাভ ইউ সোনিয়া’-এর মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তনুজ। ২০১৬ সালে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমায় সানি লিওনের বিপরীতে অভিনয় করেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়