ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশীয় প্ল্যাটফর্মে বাংলা ভাষায় দক্ষিণী সিনেমা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২২ নভেম্বর ২০২৩   আপডেট: ১৬:২৯, ২২ নভেম্বর ২০২৩
দেশীয় প্ল্যাটফর্মে বাংলা ভাষায় দক্ষিণী সিনেমা

বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ। এ প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ভারতের দক্ষিণী সিনেমা ‘হ্যালো গুরু প্রেমা কসামে’। এটি বাংলায় ডাবিং করা হয়েছে। গত ১৭ নভেম্বর ‘প্রেম করেছি করবোই তো’ শিরোনামে মুক্তি পেয়েছে সিনেমাটি।

রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন রাম পোথিনেনি, অনুপমা পরমেশ্বর, প্রাণিতা সুভাষ, প্রকাশ রাজ প্রমুখ।

আরো পড়ুন:

সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা এক গ্রামের যুবক সানজু। মধ্যবিত্ত বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে চাকরি নিয়ে শহরে যায়। সেখানে তার মায়ের বন্ধু বিশ্বনাথের বাড়িতে ওঠে। সেই বাড়িরই মেয়ে অনুপমা। প্রথমদিকে ভালো না লাগলেও আস্তে আস্তে অনুপমার প্রেমে পড়ে সানজু। এদিকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয় অনুপমার। তারপর ‘হ্যালো গুরু প্রেমা কসামে’ সিনেমার গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

বঙ্গর সিনিয়র মার্কেটিং স্পেশালিস্ট হীরা শীল বলেন, ‘এই সিনেমা আমাদের বঙ্গর দর্শকরা বেশ ভালোভাবে নিয়েছেন। অন্যান্য সিনেমার তুলনায় এটি বেশ ভালো চলছে। এমনকি ফেসবুকে সিনেমাটির ছোট ছোট ক্লিপস দারুণ সাড়া ফেলেছে।’

২০১৮ সালে মুক্তি পায় তেলেগু ভাষার ‘হ্যালো গুরু প্রেমা কসামে’। পরবর্তীতে বিভিন্ন ভাষায় ডাবড হয়েছে এটি।

২০১৩ সালে দেশের বিনোদন জগতে পথচলা শুরু করে বঙ্গ। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, শর্টফিল্ম, টেলিফিল্ম, লাইভ টিভি, ডকুমেন্টারিসহ ভিন্নধর্মী বিনোদনের ওয়ান স্টপ সলিউশন দিচ্ছে প্রতিষ্ঠানটি। বঙ্গ-তে রয়েছে রকমারি মৌলিক কনটেন্ট। প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন উপভোগ্য সব আন্তর্জাতিক কনটেন্ট ও প্রাইম টাইম স্পোর্টস ইভেন্ট। দর্শক যাতে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে সুস্থ সুন্দর বিনোদন উপভোগ করতে পারেন; সেই লক্ষ্যেই বঙ্গ তাদের প্ল্যাটফর্মে যুক্ত করছে নানা অরিজিনাল কনন্টেন্ট।

বঙ্গ-তে যুক্ত হতে চাইলে, গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করে ভিজিট করুন: www.bongobd.com   

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়