ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনয় থেকে বিরতি নেবেন রণবীর

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ২৩ নভেম্বর ২০২৩   আপডেট: ০৮:১৪, ২৩ নভেম্বর ২০২৩
অভিনয় থেকে বিরতি নেবেন রণবীর

অভিনয় থেকে বিরতি নেবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন ‘রাজনীতি’খ্যাত এ অভিনেতা।

সংবাদমাধ্যমটিকে রণবীর কাপুর বলেন, ‘আমি এখন ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছি। কারণ আমি বিরতি নিতে চাই এবং পরিবার নিয়ে সময় কাটাতে চাই।’’ তবে কত দিনের জন্য ছুটি নেবেন, কোথায় যাবেন সে বিষয়ে কিছু জানাননি রণবীর।

‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করার কারণ ব্যাখ্যা করে রণবীর কাপুর বলেন, ‘সত্যি বলতে এ সিনেমার গল্প ও চিত্রনাট্য দারুণ। গল্প ইউনিক হওয়ায় এটি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে। তা ছাড়া সন্দীপ রেড্ডি ভাঙার সঙ্গে কাজের সুযোগটি কাজে লাগিয়েছি। অভিনয় ক্যারিয়ারে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরে আমি উচ্ছ্বসিত।’

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করেছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। আগামী ৩০ নভেম্বর সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে; ১ ডিসেম্বর মুক্তি পাবে এটি।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে ঘর বেঁধেছেন রণবীর কাপুর। গত বছরের ৬ নভেম্বর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়