ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আসছে ‘ডার্ক জাস্টিস’, নতুন রূপে অপূর্ব

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ৩০ নভেম্বর ২০২৩  
আসছে ‘ডার্ক জাস্টিস’, নতুন রূপে অপূর্ব

শাকিব খানকে নিয়ে তরুণ নির্মাতা তপু খান নির্মাণ করেন ‘লিডার : আমিই বাংলাদেশ’। এই নির্মাতা এবার নির্মাণ করছেন ‘ডার্ক জাস্টিস’ শিরোনামে অনলাইন কন্টেন্ট। নির্মাতা একে ‘ইউটিউব ফিল্ম’ বলছেন। 

‘ডার্ক জাস্টিস’-এর কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। এর গল্প ভাবনা আকবর হায়দার মুন্নার। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালকের সঙ্গে দেলোয়ার হোসেন দিল। ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে এই ফিল্ম। 

অপূর্ব ছাড়াও এই প্রজেক্টে সায়লা সাবি, রাসেদ মামুন অপু, ইরফান সাজ্জাদ, মাখনুন সুলতানা মাহিমা, মনিরা মিঠু, জয়রাজ, সাহেদ আলী সুজন, অনিন্দিতা মিমিসহ অনেককে দেখা যাবে। আর এই কাজ দিয়েই দীর্ঘ আট বছর পর একসঙ্গে কাজ করলেন ইরফান সাজ্জাদ আর অপূর্ব।

এ প্রসঙ্গে তপু খানের ভাষ্য, ‘অনেকদিন পর বড় আয়োজনে অনেক তারকাকে এক করে কাজ করেছি। অপূর্ব ভাইকে দর্শক নতুন রূপে দেখবে আমার এই কাজে। প্রযোজক আকবর হায়দার মুন্না বড় বাজেটে করেন সব সময়। এবারের কাজটি আরও বড়। দর্শক কাজটি দেখলে উপলদ্ধি করতে পারবেন। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়