ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চলতি বছরে বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘ফাইটার’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২৪
চলতি বছরে বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘ফাইটার’

বলিউডের বেশ কিছু সিনেমা চলতি বছরে মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে— ‘মেরি ক্রিসমাস’, ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘ফাইটার’ প্রভৃতি। বেশ কিছু সিনেমা মুক্তি পেলেও এখনো সেভাবে কোনো সিনেমাই দর্শক হৃদয় ও বক্স অফিসে ঝড় তুলতে পারেনি। তবে হৃতিক-দীপিকার ‘ফাইটার’ চলতি বছরে এখন পর্যন্ত বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় শীর্ষে রয়েছে।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘ফাইটার’ সিনেমা ভারতে আয় করেছে ২৪৯.২ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ৩৪৫.২ কোটি রুপি। ‘ফাইটার’ সিনেমার পরের স্থানে রয়েছে ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’। শহিদ কাপুর অভিনীত এ সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে ১০৭ কোটি রুপি। তৃতীয় অবস্থানে রয়েছে ক্যাটরিনা কাইফ অভিনীত ‘মেরি ক্রিসমাস’। বিশ্বব্যাপী এ সিনেমা আয় করেছে ২৭.১৮ কোটি রুপি।

আরো পড়ুন:

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন। গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায় এটি। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় আরো অভিনয় করেছেন— অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারভীয় সশস্ত্র বাহিনী দ্বারা করা বালাকোট বিমান হামলাকে ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়