ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দেহ’-তে নাম লেখালেন নায়িকা মিষ্টি

প্রকাশিত: ১৭:৪৬, ৩ মার্চ ২০২৪  
‘দেহ’-তে নাম লেখালেন নায়িকা মিষ্টি

ঢাকাই সিনেমার নায়িকা মিষ্টি জান্নাত। তার অভিনীত কয়েকটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিরতি কাটিয়ে ফের চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন। এরই মধ্যে ‘দেহ’ শিরোনামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিষ্টি। সিনেমাটি পরিচালনা করছেন সালমান হয়দার।

সিনেমাটি নিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘‘দেহ’ সিনেমার গল্প অসাধারণ। প্রায় এক যুগ আগে সিনেমার গল্প লিখেছেন নির্মাতা। শিগগির এ সিনেমার শুটিং শুরু হবে। আশা করছি, ভালো একটি সিনেমা উপহার পাবেন দর্শকরা।’’

আরো পড়ুন:

সিনেমার গল্প প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘বরযাত্রীবাহী এক নৌকায় ডাকাতদল ঝাঁপিয়ে পড়ে, স্বর্ণালংকারসহ সবকিছু লুট নেয়। গ্রামের সহজ-সরলকন্যা ফুলির চোখের সামনে তার কাকা-কাকিকে ডাকাতরা হত্যা করে। ফুলির মাথায় আঘাত করে তাকে মাঝ নদীতে ফেলে দেয়। ফুলির দেহ গঙ্গার জলে ভাসতে ভাসতে এক তীরে গিয়ে ভিড়ে। এরপর ফুলির জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়।’

গল্পের এই ‘ফুলি’ চরিত্রে দেখা যাবে মিষ্টি জান্নাতকে। এ অভিনেত্রী জানান, ঈদের পর সিনেমাটির শুটিং শুরু হবে। নায়ক হিসেবে কলকাতা ও বাংলাদেশের দুইজন নায়ক পছন্দের তালিকায় রয়েছেন। শিগগির তাদের একজনকে চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।

শাহাদৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে মিষ্টির অভিষেক বড় পর্দায়। এরপর কাজ করেছেন আরো বেশ কিছু চলচ্চিত্রে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘তুই আমার রানি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়