ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথমবার একসঙ্গে অপু-মাহি

প্রকাশিত: ১৮:২৭, ৩ মার্চ ২০২৪   আপডেট: ১৯:১৬, ৩ মার্চ ২০২৪
প্রথমবার একসঙ্গে অপু-মাহি

একসঙ্গে ফটোশুটে অংশ নিলেন ঢালিউডের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও মাহিয়া মাহি। গতকাল এ ফটোশুটে অংশ নেন তারা। গৌতম সাহার কোরিওগ্রাফিতে প্রথমবার কোনো ফটোশুটে অংশ নিলেন অপু-মাহি। ফটোশুট শেষে সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন ব্র্যান্ড প্রমোটার বারিশ হক।

রাজধানীর ডেমরায় সুন্দরী রুমি বিউটি পার্লারের এই ফটোশুটে ক্যামেরায় ছিলেন মেহরাব। ফটোশুট নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘প্রথমবার আমি-মাহি একসঙ্গে ফটোশুট করেছি। খুব ভালো শুট হয়েছে। এর জন্য সকল ক্রেডিট গৌতম দাদার। তিনিই আমাদের একসঙ্গে ফটোশুটের পরিকল্পনা করেন।’

আরো পড়ুন:

অপুর প্রশংসা করে মাহি বলেন, ‘দিদির সঙ্গে এর আগে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। এবার প্রথমবার ফটোশুটে অংশ নিয়েছি। অপু বিশ্বাস দিদি অনেক আন্তরিক। একসঙ্গে কাজ করে ভালো লাগছে।’

গৌমত সাহা বলেন, ‘মাহি কাজে নিয়মিত হয়েছে। ওকে নিয়ে আরো কাজের পরিকল্পনা রয়েছে। শুরুতেই অপুর সঙ্গে শুট করেছি। কাজটি ভালো হয়েছে।’

এর আগে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘কমনসেন্স’ নামের একটি টক শোতে কথা বলেছিলেন অপু-মাহি। বেসরকারি টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভিতে প্রচার করা হয় অনুষ্ঠানটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়