ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিল্পী সমিতির নির্বাচনে বাপ্পি চৌধুরী

প্রকাশিত: ১৬:৪৭, ২ এপ্রিল ২০২৪  
শিল্পী সমিতির নির্বাচনে বাপ্পি চৌধুরী

বাপ্পি চৌধুরী

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এবার নির্বাচনের মাঠে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে অংশ নিচ্ছেন এই নায়ক। বিষয়টি নিশ্চিত করেন বাপ্পি নিজেই। 

মাহমুদ কলি ও নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচন করছেন বাপ্পি। এই প্যানেলে সহ-সাধারণ সম্পাদক প্রার্থী এই নায়ক। 

বাপ্পি জানান, অনেকটা অনুরোধেই নির্বাচনে অংশ নিতে হচ্ছে। আজকে মনোনয়ন ফরম জমা দেন বাপ্পি। বলে রাখা ভালো, এই পদে গতবার নিপুণের প্যানেলে নির্বাচন করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাইমন।   

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেলও আজকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ভোটগ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ ২৭ এপ্রিল। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ঢাকা/রাহাত/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়