ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘আদম’ সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরণ মারা গেছেন

প্রকাশিত: ১১:০৬, ১৫ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:০৭, ১৫ এপ্রিল ২০২৪
‘আদম’ সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরণ মারা গেছেন

গত বছর মুক্তি পাওয়া ‘আদম’ সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরণ মারা গেছেন। সোমবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিচালকের বাসার কেয়ারটেকার গাজী নজরুল ও হিরণের প্রতিবেশী ইকরাম এ খবর নিশ্চিত করেছেন। বাসাটির দ্বিতীয় তলায় তরুণ এই পরিচালক ভাড়া থাকতেন।

আরো পড়ুন:

গাজী নজরুল জানান, আজ সকাল ৬টার দিকে হিরণ তাকে কল দিয়ে জানান, তার স্ট্রোক করেছেন। দ্রুত নজরুল উপরে ছুটে যান। তবে রুমের ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে ব্যর্থ হন৷ পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

‘আদম’ সিনেমার পর ‘রং রোড’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছিলেন হিরণ। এর বাইরে ‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তরুণ এই পরিচালক।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়