ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিনা দাওয়াতে অনেকে বিয়ে খেতে এসেছিলেন: সোনাক্ষী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১৩ জুলাই ২০২৪   আপডেট: ১৩:২৪, ১৩ জুলাই ২০২৪
বিনা দাওয়াতে অনেকে বিয়ে খেতে এসেছিলেন: সোনাক্ষী

বলিউডের কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। বলিউডের এ সময়কার জনপ্রিয় অভিনেত্রী তিনি। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবাল সঙ্গে গত ২৩ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী। 

বিয়ের পরে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয় এই তারকা দম্পতির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান, রেখা, অদিতি রায় হায়দারি, সিদ্ধার্থ, রিচা চড্ডা, আলি ফজলহহ আরও অনেকে। তবে শুধু তারাই নন, বিয়েতে অনেকে বিনা দাওয়াতেও হাজির হয়েছিলেন।

আরো পড়ুন:

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান সোনাক্ষী। তিনি বলেন, ‘বিনা দাওয়াতে অনেকেই এসেছিলেন। কিন্তু আমি আনন্দ করতে ব্যস্ত ছিলাম। তারাও যে ভালো সময় কাটিয়েছেন, তার জন্য আমি আপ্লুত।’

অভিনেত্রীর ভাষ্যমতে, ‘প্রত্যেক বিয়েবাড়িতেই বিনা দাওয়াতে কিছু মানুষ খাবার খাওয়ার জন্য চলে আসেন। কিন্তু আমি কোনো দিন বিনা নিমন্ত্রণে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যায়নি।’

সোনাক্ষী আরও বলেন, ‘আত্মীয় পরিজনদের নিয়ে বিয়ে করার পরিকল্পনা আমার বহুদিনের। আমরা দুজনেই ঠিক করেছিলাম, আমাদের বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেন আমাদের ব্যক্তিত্ব ফুটে ওঠে।’

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়