ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যাংককে হংকংয়ের জনপ্রিয় মডেল খুন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২৮ জুলাই ২০২৪   আপডেট: ২২:৩৯, ২৮ জুলাই ২০২৪
ব্যাংককে হংকংয়ের জনপ্রিয় মডেল খুন

হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন। গত ১৮ জুলাই ছুরিকাঘাতে হত্যা করা হয় ২৪ বছর বয়সি এই মডেলকে। ব্যাংকক পোস্ট এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রেটনকে নয়বার ছুরিকাঘাত করা হয়েছে। এ হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহ তিনজনের দিকে। তার মধ্যে একজন ক্রেটনের স্বামী। বাকি দুইজন প্রতিবেশি, যারা ক্রেটনের স্বামীর চিৎকার শুনে ছুটে যান। পরে তারা ক্রেটনকে হাসপাতালে নিয়ে যান।

আরো পড়ুন:

হাসপাতালে যাওয়ার পর ক্রেটনের স্বামী অসংলগ্ন আচরণ করতে থাকেন। স্থানীয় পুলিশকে তিনি জানান, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকরা বলছেন—এটি আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। তবে ক্রেটনের স্বামীর নাম গোপন রাখা হয়েছে।

পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়েছেন ক্রেটনের স্বামী।

২০১৮ সাল থেকে মডেলিং করছেন ক্রেটন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি। হংকংয়ের মডেল এজেন্সি ক্যালক্যারি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেছেন ক্রেটন। সাউথ চায়না মর্নিং পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়