ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেবের নায়িকা ফারিণ

প্রকাশিত: ১৭:১১, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:১১, ৪ আগস্ট ২০২৪
দেবের নায়িকা ফারিণ

টিভি নাটক ও ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ওপার বাংলায়। এবার টলিউডের সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করবেন ফারিন। ‘প্রতীক্ষা’ শিরোনামের একটি সিনেমায় দেখা যাবে নতুন জুটিকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এটি পরিচালনা করবেন অভিজিৎ সেন। এ সিনেমা দিয়ে ফের জুটি বাঁধছেন ‘প্রজাপতি’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া দেব এবং মিঠুন চক্রবর্তী। এখানেও বাবা- ছেলের ভূমিকায় দেখা যাবে দুজনকে।

আরো পড়ুন:

ফারিণকে নির্বাচন করার বিষয়ে সংবাদমাধ্যমটিকে পরিচালক অভিজিৎ বলেন, ‘তাসনিয়াকে অতনু রায় চৌধুরীই নির্বাচন করেছেন। তার অভিনয় আমারও খুব ভালো লাগে। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।’

আগামী নভেম্বরে ‘প্রতীক্ষা’ সিনেমার শুটিং শুরু হবে। এর সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যধারণ হবে বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শক তাসনিয়ার অভিনয়ের সঙ্গে পরিচিত। ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। অতনু ঘোষের সিনেমায় অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসরে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার লাভ করেন তিনি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়