ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেঙে গেল শ্রদ্ধার প্রেম!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:৪৮, ৭ আগস্ট ২০২৪
ভেঙে গেল শ্রদ্ধার প্রেম!

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রেমের সম্পর্কের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। চলতি বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। যদিও কয়েক মাসের ব্যবধানে এ সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন উড়ছে বলিপাড়ায়।

মূলত, সোশ্যাল মিডিয়া রেডিট ব্যবহারকারী একজন শ্রদ্ধার প্রেম ভাঙার খবর সামনে আনেন। ইনস্টাগ্রামে রাহুল মোদিকে আনফলো করেছেন শ্রদ্ধা কাপুর। শুধু তাই নয়, রাহুলের বোনকেও আনফলো করেছেন তিনি। এরপর থেকে রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম ভাঙার খবর বাতাসে ভেসে বেড়াচ্ছে। তবে এ নিয়ে শ্রদ্ধা কিংবা রাহুল কেউই মুখ খুলেননি।

শ্রদ্ধা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’। এতে তার বিপরীতে অভিনয় করেন রণবীর কাপুর। গত বছরের ৮ মার্চ মুক্তি পায় এটি। এ সিনেমার চিত্রনাট্যকার রাহুল মোদি। সিনেমাটির কাজ করতে গিয়ে রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেমের সূত্রপাত।

শ্রদ্ধার পরবর্তী সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে। বর্তমানে এ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়