ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

নাগা ও তার হবু স্ত্রী কত টাকার মালিক?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:২৫, ৯ আগস্ট ২০২৪
নাগা ও তার হবু স্ত্রী কত টাকার মালিক?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ভালোবেসে বিয়ে করলেও ২০২১ সালে ভেঙে যায় এ সংসার।

সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গতকাল (৮ আগস্ট) এ জুটি বাগদান সম্পন্ন করেছেন। চলতি বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়বেন তারা।

 

বাগদানের পর থেকে জোর চর্চায় রয়েছেন নবদম্পতি নাগা-শোবিতা। কিন্তু ব্যক্তিগত জীবনে এ জুটি কত টাকার মালিক? চলুন এ প্রতিবেদনে তা জেনে নিই—

 

ইন্ডিয়া টাইমসের তথ্য অনুসারে, ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। প্রতিটি সিনেমার জন্য নাগা এখন ৭-১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। তার মোট অর্থের পরিমাণ ১৫৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২১৫ কোটি টাকার বেশি।

 

অন্যদিকে, বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোবিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা। প্রতি সিনেমার জন্য ৭০ লাখ থেকে ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ ৭-১০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৯-১৩ কোটি ৯৮ লাখ টাকার বেশি।

ঢাকা/শান্ত


সর্বশেষ

পাঠকপ্রিয়