ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানি সংগীতশিল্পী হানিয়া আসলাম মারা গেছেন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:০১, ১২ আগস্ট ২০২৪
পাকিস্তানি সংগীতশিল্পী হানিয়া আসলাম মারা গেছেন

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী হানিয়া আসলাম মারা গেছেন। রোববার (১১ আগস্ট) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর প্রকাশ করেছে।

এ গায়িকার চাচাতো বোন ও মিউজিক পার্টনার জেব ওরফে জেব বঙ্গশ ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে হানিয়ার মৃত্যুর খবর জানিয়েছেন। এ পোস্টে হানিয়ার একগুচ্ছ ছবি শেয়ার করে লেখেন, ‘হানিনি’। কমেন্ট সেকশনে সাধারণ মানুষের পাশাপাশি তারকা শিল্পীরাও সমবেদনা প্রকাশ করেছেন।

আরো পড়ুন:

পাকিস্তানের হকি দলের সাবেক অধিনায়ক ফাসি জাকাও হানিয়া আসলামের মৃত্যুসংবাদ জানিয়ে এক্সে (টুইটার) পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, ‘হানিয়া আসলাম প্রয়াত হয়েছেন। কী প্রতিভাবান সংগীতশিল্পী ছিলেন। তিনি শান্তিতে ঘুমান। খবরটি সত্যিই দুঃখজনক।’

কোক স্টুডিও পাকিস্তানে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান হানিয়া ও জেব। শোতে এই জুটির হিট গানের অন্যতম ‘চল দিয়া’ গানটি।

পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন হানিয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় পড়াশোনা করেন। পরবর্তীতে পাকিস্তানে ফিরে যান এই গায়িকা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়