ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

সবাই কিন্তু পোড়া ভাত খায় না: বর্ষা

প্রকাশিত: ১৮:৫৫, ১৫ আগস্ট ২০২৪  
সবাই কিন্তু পোড়া ভাত খায় না: বর্ষা

ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। অভিনয়ের ব্যস্ততা খুব একটা নেই তাদের। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব বর্ষা। মাঝে মাঝে নিজের ভাব প্রকাশের জন্য ফেসবুক পোস্ট দিয়ে থাকেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার এ পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য।

বর্ষা তার ফেসবুকে লিখেছেন, ‘ভাত যখন রান্না করা হয়, কেউ চায় না, ভাত পুড়ে যাক। মনের অজান্তেই পুড়ে যখন গন্ধ বের হয় তখন বোঝা যায় ওহ ভাত পোড়া গন্ধ। পোড়া ভাত শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মাখায় খেয়ে দেখবেন কি স্বাদ। আর হ্যাঁ, সবাই কিন্তু পোড়া ভাত খায় না।’

কাকে উদ্দেশ্য করে বর্ষার এমন পোস্ট, তা খোলনা করেননি এই অভিনেত্রী। তাই পোস্টটি ঘিরে রহস্যে জমাট বেঁধেছে ভক্ত-অনুরাগীদের মনে।

নায়িকার পোস্টের মন্তব্য করেছেন মো. ইব্রাহিম নামে একজন। লিখেছেন, ‘শিশিরকে (ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী) হালকার ওপর বাঁশ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’

অন্য একজন লিখেছেন, ‘সাকিব আল হাসানের মতো ডিভোর্স হচ্ছে নাকি?’ আরেক জনের কথা, ‘এটা থেকে আমরা সাকিব আর শিশিরের বিষয় শিখতে পারলাম।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়