ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসুস্থ ভিক্টর ব্যানার্জি এখন কেমন আছেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৪২, ১৮ আগস্ট ২০২৪
অসুস্থ ভিক্টর ব্যানার্জি এখন কেমন আছেন?

ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি অসুস্থ। গত ১৪ আগস্ট তাকে উত্তরখণ্ডের মুসৌরির একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল ৭৮ বছর বয়সি এই অভিনেতাকে।

পরিবারের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, অভিনেতা ভিক্টর ব্যানার্জি বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের আশঙ্কা ছিল, অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সাময়িকভাবে তার রক্তচাপও কমে গিয়েছিল। এরপর তাকে আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভিক্টির ব্যানার্জি। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

আরো পড়ুন:

ভিক্টর ব্যানার্জির ম্যানেজার জানিয়েছেন, এই মুহূর্তে ভিক্টর ব্যানার্জি দেরাদুনে রয়েছেন।

ভারতের গুণী সব নির্মাতার সঙ্গে কাজ করেছেন বরেণ্য অভিনেতা ভিক্টর ব্যানার্জি। এ তালিকায় রয়েছেন— সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল, জেমস আইভরি প্রমুখ।

বাংলা-হিন্দি-ইংরেজি ভাষার পাশাপাশি অসমীয়া ভাষার সিনেমায়ও কাজ করেছেন ভিক্টর ব্যানার্জি। পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘আক্রোশ’, ‘ঘরে-বাইরে’, ‘লাঠি’, ‘রক্তবীজ’, ‘ঘরে বাইরে’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়