ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘জানি চলে যাবে তুমি’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ১৯ আগস্ট ২০২৪  
‘জানি চলে যাবে তুমি’

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এরই  ধারাবাহিকতায় তিনি নতুন গান নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হয়েছেন। 

আজ ১৯ আগস্ট বিকাল ৫টায় মনির খানের ইউটিউব চ্যানেলে তিনি নতুন গান প্রকাশ করেছেন। ‘জানি চলে যাবে তুমি’ শিরোনামে গানটির কথা লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস। 

গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘নিয়মিত গান প্রকাশ করে আসছি। প্রতিমাসে চারটি গান প্রকাশ করি। আমার দুটি ইউটিউব চ্যানেল আছে। নিয়মিত সেখানে গানগুলো প্রকাশ করি। আজ প্রকাশ পেল ‘জানি চলে যাবে তুমি’ শিরোনামে নতুন আরেকটি গান। আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন এই শিল্পী। 

রাহাত//

সর্বশেষ

পাঠকপ্রিয়