ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পীরজাদার কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার শিল্পী-কলাকুশলীরা

প্রকাশিত: ১৭:২১, ২৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৩৮, ২৭ আগস্ট ২০২৪
পীরজাদার কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার শিল্পী-কলাকুশলীরা

এফডিসিতে ১২০টি রুম দখল করে মাদকসেবা ও অসামাজিক কর্মকাণ্ড চলে বলে মন্তব্য করেছেন অভিনেতা পীরজাদা শহীদুল হারুন। ‘কুরুচিপুর্ণ’ এই মন্তব্য করার অভিযোগে পীরজাদা শহীদুল হারুনকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী, চিত্রগ্রাহক ও নৃত্য পরিচালক সমিতির নেতারা। ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এফডিসিতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার কথা জানানও নেতারা।

রোববার বিকালে এফডিসিস্থ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির স্ট্যাডি রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন নেতারা। সংবাদ সম্মেলনে প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে পীরজাদা হারুন ক্ষমা না চাইলে তাকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

আরো পড়ুন:

আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে শামসুল আলম বলেন, ‘এফডিসিতে এসে প্রকাশ্যে সকলের সামনে ক্ষমা চাইতে হবে। কেউ না করলেও আমি তার নামে মামলা করব।’

এফডিসির কোথায় ১২০টি রুম রয়েছে, সেই প্রশ্ন তুলে শামসুল আলম বলেন, ‘হারুনকে এসে দেখাতে হবে এফডিসিতে ১২০টি রুম কোথায় রয়েছে। ওই রুমগুলো কোন প্রযোজকদের নামে দেওয়া হয়েছে। তিনি তা দেখাতে না পারলে তার বিরুদ্ধে এই মিথ্যা কথা বলা ও রুমগুলো নিয়ে যে কুরুচিপূর্ণ কথা বলেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার বর্ষীয়ান নেতা আব্দুল লতিফ বাচ্চু বলেন, ‘পীরজাদা হারুন চলচ্চিত্রের কোনো লোক না। বাইরের লোক। সে যে বক্তব্য দিয়েছে তা নিন্দনীয়। তার কথায় মানুষ বিভ্রান্ত হবেন না। চলচ্চিত্র ও এফডিসিতে কি হয় আপনারা সাংবাদিকরা ভালোই জানেন। চলচ্চিত্র একটি সৃজনশীল মাধ্যম। এখানে যা তা করে পাড় পাওয়া যায় না। ও কি বললো তা দিয়ে কিছু আসে যায় না। এর আগেও তার অন্যায় কাজের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছিল। তাকে দেখলাম নিপুণের প্যানেল থেকে নির্বাচন করতে। এই লোকটির বিরুদ্ধে নিপুণ নির্বাচন কারচুপির অভিযোগও করেছিলেন। লোকটা আসলেই ধূর্ত।’

পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘সে একজন কুরুচিপুর্ণ মানুষ। তাকে নিয়ে নানা অভিযোগ রয়েছে। তার বিতর্কিত ভূমিকার কারণে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। সে একজন মতলববাজ লোক। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। তাকে আগেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। এবার তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে আর কোনো পরিচালকের সিনেমায় নেওয়া হবে না, তাকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।’

শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব বলেন, ‘আমরা বিতর্কিত লোকটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। শিল্পী সমিতির সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাকে ছাড় দেওয়া হবে না।’

সংবাদ সম্মেলনে, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন, এজে রানা, আবু মুসা দেবু, সায়মন তারিক, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, বাচসাসের সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পীরজাদা হারুকে শোকজ চিঠি দেবেন বলে জানিয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়