ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হেলাল খানের নেতৃত্বে শহিদ মিনারে শিল্পী-কলাকুশলীরা

প্রকাশিত: ১৪:৪৪, ১৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪
হেলাল খানের নেতৃত্বে শহিদ মিনারে শিল্পী-কলাকুশলীরা

নন্দিত নায়ক হেলাল খানের নেতৃত্বে গতকাল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে জাসাস’র সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিএনপি ঘোষিত কেন্দ্রীয় শহিদ মিনারে স্মরণসভার পূর্বে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ছাড়াও ছাত্র-জনতায় মুখরিত ছিল। জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে এক সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে আরো নেতৃত্ব দেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সিনেট সদস্য লিয়াকত আলী, যুগ্ম আহবায়ক প্রকৌশলী জাকির হোসেন, যুগ্ম আহবায়ক  অ্যাডভোকেট নিয়ন, যুগ্ম-আহ্বায়ক সংগীত পরিচালক কিসলু, নির্বাহী সদস্য চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিক প্রমুখ।

তা ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক এ জে রানা, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও ফিল্ম ক্লাবের সভাপতি সামসুল আলম, চলচ্চিত্র প্রযোজক জাসাস নেতা দেলোয়ার হোসেন দিলু, চলচ্চিত্র পরিচালক এম কে নিলয়, চলচ্চিত্র পরিচালক রাসেল, চলচ্চিত্র পরিচালক রহিম বাবু, রবিউল ইসলাম রবি, ফরহাদ, শাহিন, জিয়াউল হক মনিরসহ অনেকে।

এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নাছির, আলম আরা মিনু, মিতা মল্লিক, জোস্না, রেখা, শাহিনুর, লাকি, পরান, মৌসুমী, ইথুন বাবু, এম আই মিঠু, রক্সি, মনির, সালমান রাজ ও সাদমান পাপ্পু।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়