ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পূজায় মন ভালো নেই পূজার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:২১, ১১ অক্টোবর ২০২৪
পূজায় মন ভালো নেই পূজার

দুর্গাপূজার আজ অষ্টমী। পূজার আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শোবিজ অঙ্গনের তারকারাও ব্যতিক্রম নন। আবার কেউ কেউ শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন। ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি শুটিংয়ের কারণে ঢাকার বাইরে অবস্থান করছেন।

এ বিষয়ে পূজা চেরি গণমাধ্যমে জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) সিরাজগঞ্জে গিয়েছেন। সেখানে ‘ব্ল্যাকমানি’ ওয়েব সিরিজের শুটিং করছেন। রায়হান রাফি পরিচালিত সিরিজটির শুটিং অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে।

আরো পড়ুন:

তাহলে দুর্গাপূজার আনন্দ কি ভাগ করে নিতে পারবেন না পূজা? তার ভাষায়— ‘শুটিংয়ের ফাঁকে আশপাশের কোনো পূজামণ্ডপে হয়তো ঢুঁ মারব।’

গত বছরও মাকে নিয়ে পূজামণ্ডপে ঘুরে বেড়িয়েছেন পূজা চেরি। কিন্তু ছয় মাস আগে মাকে হারিয়েছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। স্বাভাবিক কারণে পূজার মন ভালো নেই। পূজা উপলক্ষে নিজে কিছুই কেনেননি পর্যন্ত।

এ বিষয়ে পূজা চেরি বলেন, ‘আমার একমাত্র ভাই ও তার সন্তানদের জন্য আগেই পূজার কেনাকাটা করেছি। তবে নিজের জন্য কেনাকাটা করা হয়নি।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়