ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হচ্ছেন আথিয়া, নানা সুনীল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১১, ৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:২০, ৮ নভেম্বর ২০২৪
মা হচ্ছেন আথিয়া, নানা সুনীল

মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী, সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুল ও আথিয়া দম্পতির এটি প্রথম সন্তান। শুক্রবার (৮ নভেম্বর) ইনস্টাগ্রাম পোস্টে এ ঘোষণা দেন আথিয়া।

শিশুর পদচিহ্নের ছবি দিয়ে যৌথ বিবৃতিতে আথিয়া-লোকেশ লেখেন, ‘খুব শিগগির আমাদের চমৎকার আশীর্বাদ আসছে, ২০২৫।’

আরো পড়ুন:

এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি। নেটিজেনদের পাশাপাশি আথিয়ার সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। সুনীল শেঠিও অভিবাদন জানিয়েছেন কন্যাকে। তা ছাড়াও সোনাক্ষী সিনহা, অর্জুন কাপুর, এষা গুপ্তা, শিবানি আখতারসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন।

২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দু’জনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় একই বছরের জুনে।

এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেন রাহুল ও আথিয়া। সর্বশেষ ২০২৩ সালের ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়