ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেবে পরিবার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:০২, ১৪ ডিসেম্বর ২০২৫
হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেবে পরিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ফের সিটি স্ক্যান করা হয়েছে। তার মস্তিষ্কের অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রবিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল বিভাগে ওসমান হাদির অস্ত্রোপচার দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. আব্দুল আহাদ।

তিনি বলেছেন, “সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের হসপিটালগুলোতে ওসমান হাদির কেস সামারি পাঠিয়েছে তার পরিবার। কোনো হসপিটাল এ বিষয়ে সাড়া দিলে পরে তার পরিবার সিদ্ধান্ত নেবে যে, কোন হসপিটালে তাকে নেওয়া যেতে পারে। এ বিষয়ে তার পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে আমরা মনে করি। তবে, হাসপাতালগুলো এখনও ওইভাবে সাড়া দেয়নি। হয়ত ওরা কেস সামারি এনালাইসিস করছে।”

আব্দুল আহাদ বলেন, “ব্রেইনের পাশাপাশি আগে হাদির কিডনি ফাংশনাল ছিল না। অপারেশনের পর সেটার কার্যক্ষমতা বেড়েছে। ইউরিন আউটপুট কন্টিনিউ আছে। অর্থাৎ কিডনি তার নরমালভাবে কাজ করছে। তবে, লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল, সেটা অপরিবর্তিত। তার যে অন্যান্য অর্গানগুলো আছে, সেগুলো লাইফ সাপোর্টের মাধ্যমে স্বাভাবিক রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।”

তিনি আরো বলেন, “তার ডানপাশ দিয়ে গুলি করা হয়েছে। ব্রেইনের যে অংশ হৃদযন্ত্র এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে, তার সামনে দিয়ে ভেদ করে বিপরীত দিক দিয়ে বের হয়েছে গুলি। অভিজ্ঞ ছাড়া এভাবে কেউ গুলি করতে পারে না।”

ঢাকা/রায়হান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়