যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি পালনে সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিব সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে।
রাইজিংবিডি ডট কমের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
খুলনা: শহিদ বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার দাবি করে খুলনায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আজ দিবসের প্রথম প্রহরে নগরীর গল্লামারি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। খুলনা জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা, সামাজিক ও পেশাজীবী প্রতিষ্ঠান, খুলনা প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার। এছাড়া, সব মসজিদে বিশেষ এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদরাসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মহানগর ও জেলা বিএনপি বেলা ১১টায় দলীয় কার্যালয়ে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, শোভাযাত্রা সহকারে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের আয়োজন করা হয়।
রংপুর: রংপুরে গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল ১০টার দিকে রংপুর টাউন হল বধ্যভূমি সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক এনামুল আহসান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ জাতির মুক্তিযুদ্ধে আলোকবর্তিকার মতো পথ দেখিয়েছে।
অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
মুন্সীগঞ্জ: সকাল ৯টায় শহরের সরকারি হরগঙ্গা কলেজের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন সর্বস্তরের মানুষ। এদিন শুরুতেই জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে পুলিশ প্রশাসন, মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, মুন্সীগঞ্জ প্রেস ক্লাব, স্বাস্থ্য বিভাগ, মুন্সীগঞ্জ পৌরসভা, সরকারি হরগঙ্গা কলেজ, সরকারি মহিলা কলেজ, সদর উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, ইয়ারজউদ্দিন কলেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ঢাকা/নূরুজ্জামান, আমিরুল, রতন/মাসুদ