ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার আয় ৪৬৭ কোটি টাকা ছাড়িয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:২৪, ১৪ নভেম্বর ২০২৪
‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার আয় ৪৬৭ কোটি টাকা ছাড়িয়ে

বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। গত ১ নভেম্বর মুক্তি পেয়েছে এ সিনেমার তৃতীয় কিস্তি। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতকে নিয়ে এটি পরিচালনা করছেন আনিস বাজমি।

সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ‘ভুল ভুলাইয়া থ্রি’। কার্তিক আরিয়ান তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছেন এ সিনেমার মাধ্যমে। যদিও সময়ের সঙ্গে সিনেমাটির আয় ওঠানামা করছে। ১৩ দিনে ঠিক কত টাকা আয় করেছে সিনেমাটি?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ১৩ দিনে শুধু ভারতে ‘ভুল ভুলাইয়া থ্রি’ আয় করেছে ২৪৯.৭৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৩২৭.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৬৭ কোটি ৭ লাখ টাকার বেশি)।

আরো পড়ুন:

‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমায় ‘মঞ্জুলিকা’ চরিত্র রূপায়ন করে দর্শকদের বিনোদন দেন বিদ্যা বালন। এর দ্বিতীয় সিক্যুয়েলে ছিলেন না তিনি। তবে ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় আবারো ‘মঞ্জুলিকা’ রূপে হাজির হয়ে সবাইকে চসকে দিয়েছেন বিদ্যা।

তা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা, রাজেশ শর্মা প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়