ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ডেস্ট্রয়’ নিয়ে নতুন বছরে ফিরছেন অনন্ত-বর্ষা

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:১৭, ২৩ নভেম্বর ২০২৪
‘ডেস্ট্রয়’ নিয়ে নতুন বছরে ফিরছেন অনন্ত-বর্ষা

বর্ষা, অনন্ত

তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা নিয়মিত জুটি বেঁধে অভিনয় করেন। এরই ধারাবাহিকতায় নতুন বছরে ‘ডেস্ট্রয়’ শিরোনামের সিনেমা নিয়ে হাজির হচ্ছে তারা। ২০২৫ সালের শুরুর দিকে এই সিনেমার শুটিং শুরু হবে। শুটিং শেষ হলে বছরের কোনো এক উৎসবে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন ‘ডেস্ট্রয়’ সিনেমার প্রযোজক এম ডি ইকবাল। 

তিনি জানান, এরই মধ্যে অনন্ত জলিলের সঙ্গে সিনেমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখতে বসেছেন আব্দুল্লাহ জহির বাবু।

আরো পড়ুন:

মাঝ সমুদ্রে অ্যাকশনধর্মী গল্পে দেখা যাবে অনন্তকে। প্রযোজক এম ডি ইকবাল বলেন, ‘‘এই সিনেমার মাধ্যমে অনন্ত-বর্ষাকে নতুন রূপে দেখা যাবে, যেভাবে দর্শক আগে কখনো তাদের দেখেননি। বলা যায়, নতুন মিশনে নামছেন অনন্ত-বর্ষা। তাদের সঙ্গে থাকবেন একঝাঁক তারকা। আপাতত তাদের নামগুলো জানাতে চাই না।”

এর আগেও প্রযোজক ইকবালের সিনেমা কাজ করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘কিল হিম’ নামের ওই সিনেমা নিয়ে বেশ আলোচনায় তৈরি হয়েছিল। অনন্ত-বর্ষা ছাড়াও সেখানে অভিনয় করেছিলেন আরো অনেকে।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়