ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউডে পা রাখছেন গোবিন্দ পুত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:৩৩, ২০ ডিসেম্বর ২০২৪
বলিউডে পা রাখছেন গোবিন্দ পুত্র

বাবা-মায়ের সঙ্গে যশবর্ধন আহুজা

বলিউডে পা রাখতে যাচ্ছেন বলিউডের বরেণ্য অভিনেতা গোবিন্দ পুত্র যশবর্ধন আহুজা। নাম ঠিক না হওয়া এ সিনেমার কাহিনি গড়ে উঠেছে প্রেমের গল্প নিয়ে। পিঙ্কভিলা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “প্রেমের গল্প নিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সাই রাজেশ নির্মাণ করছেন নাম ঠিক না হওয়া একটি সিনেমা। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন গোবিন্দর দ্বিতীয় প্রজন্ম। সিনেমাটির জন্য গোবিন্দ পুত্র যশবর্ধন অডিশন দিয়েছিলেন এবং নিজ যোগ্যতায় নির্বাচিত হয়েছেন। এটি প্রযোজনা করবেন মধু মন্তেনা, আল্লু অরবিন্দ এবং এসকেএন ফিল্মস।”

আরো পড়ুন:

অভিষেক সিনেমায় যশবর্ধনের নায়িকা কে হবেন? এ প্রসঙ্গে সূত্রটি বলেন, “সিনেমাটিতে যশবর্ধনের বিপরীতে কে অভিনয় করবেন, তাকে খুঁজে পেতে অডিশন পরিচালনা করছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। এরই মধ্যে অডিশনের ১৪ হাজার ভিডিও ক্লিপ হাতে পেয়েছেন তিনি। তবে খুব দ্রুত নায়িকা নির্বাচন চূড়ান্ত করবেন। কারণ ২০২৫ সালের গ্রীষ্মে সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতারা।”

ব্যক্তিগত জীবনে অভিনেতা গোবিন্দ সুনীতা আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন। ৩৬ বছরের দাম্পত্য জীবনে তাদের দুই সন্তান— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়