ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়ার ‘শৈল্পিক’ ছবি নিয়ে সমালোচনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৮, ২০ ডিসেম্বর ২০২৪
জয়ার ‘শৈল্পিক’ ছবি নিয়ে সমালোচনা

এসব ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন জয়া আহসান

কিছুদিন আগে জামদানি শাড়িতে ভিন্ন লুকে হাজির হয়ে চমকে দেন জয়া আহসান। সেসব ছবি নিয়ে সমালোচনাও কম হয়নি। সেই রেশ কাটার আগেই নতুন লুকে হাজির হয়ে উষ্ণতা ছড়াচ্ছেন ‘গেরিলা’খ্যাত এই অভিনেত্রী। পাশাপাশি কটাক্ষের শিকারও হয়েছেন জয়া।

শুক্রবার (২০ ডিসেম্বর) জয়া আহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাড়ি পরা বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, শাড়ির সঙ্গে মিলিয়ে কারুকার্যময় ব্লাউজ পরেছেন। হাতে চুড়ি, গলায় নেকলেস, নাকের নোলকও বিশেষভাবে নজর কেড়েছে। শাড়ি পরার মর্ডান স্টাইল জয়ার আবেদনময়ী লুকে ভিন্ন মাত্রা যোগ করেছে।

আরো পড়ুন:

ছবির ক্যাপশনে জয়া আহসান জানান, প্রখ্যাত চিত্রকর রাজা রবি বার্মার শিল্পকর্মের প্রেরণায় এই নতুন ফটোশুট করেছেন। পুরোনো চিত্রকর্ম এই সময়ের ধাঁচে ফুটিয়ে তুলেছেন তিনি।

জয়া আহসানের ছবিগুলো নেট দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে। নেটিজেনদের কেউ কেউ তার লুক ও রূপের প্রশংসা করছেন। অনেকে এসব ছবিকে ‘শৈল্পিক’ বলছেন। কিন্তু নেটিজেনদের বড় একটি অংশ আক্রমণ করে মন্তব্য করেছেন।

শাওন নামে একজন লেখেন, “এগুলো দেখার পর আমার আর ঠান্ডা লাগছে না। ভালোই হইছে শীতের কাপড় আর কিনা লাগবে না।” হাসিবুল হোসেন লেখেন, “জামদানি শাড়ি-ব্লাউজের রূহের মাগফেরাত কামনা করছি।” ফারহানা দোলা লেখেন, “ওরে বাপরে! শীত সকালে আগুন। ফায়ার সার্ভিস কই?” কটাক্ষ করে শামসি লেখেন, “আপনি তো মার্জিত থেকেও অনেক নাম করেছেন জয়া আপু। এখন এই বয়সে এসে এমন করছেন কেন? একটু থামেন এইবার প্লিজ।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

সমালোচিত হলেও সময়টা মন্দ যাচ্ছে না জয়া আহসানের। কারণ তার অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি জায়গার করে নিয়েছে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখার্জি। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়