ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন বছরে আরো ভালো কাজ নিয়ে আসার চেষ্টা করব: শাকিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৫৮, ১ জানুয়ারি ২০২৫
নতুন বছরে আরো ভালো কাজ নিয়ে আসার চেষ্টা করব: শাকিব

শাকিব খান

স্বাগত ২০২৫। নতুন স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে নতুন বছরের যাত্রা শুরু হয়। আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতে চান সবাই।শোবিজ অঙ্গনের তারকারাও ব্যতিক্রম নন। দেশসেরা চিত্রনায়ক শাকিব খানেরও নতুন বছরে রয়েছে কিছু স্বপ্ন ও পরিকল্পনা। 

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন শাকিব খান। তিনি লিখেন, “সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হলো। বরাবরের মতো এবারো (২০২৪) আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আরো পড়ুন:

প্রাপ্তির কথা স্মরণ করে শাকিব খান লেখেন, “পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন- এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনুভূতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

নতুন বছরে ভালো সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসার প্রতিশ্রুতি দিয়ে শাকিব খান লেখেন, “নতুন বছরে আরো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাই। বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়