ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গায়িকা নেহা কাক্করকে গ্রেপ্তারের ছবির সত্যতা কী?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ১৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৩১, ১৪ জানুয়ারি ২০২৫
গায়িকা নেহা কাক্করকে গ্রেপ্তারের ছবির সত্যতা কী?

নেহা কাক্করের ভাইরাল ছবি (বাঁয়ে)

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্করের পরনে শাড়ি। ভারতীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আর অঝোরে কাঁদছেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েপড়া একাধিক ছবিতে এমন দৃশ্য দেখা যায়; যা এখন রীতিমতো ভাইরাল।

গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে নেহা কাক্করের এই ছবি। ছড়িয়ে পড়া ছবির ক্যাপশনে বলা হয়েছে— “নেহা কাক্করের ক্যারিয়ারের করুণ সমাপ্তি! খবরটি সমস্ত ভারতীয় মানুষের কাছে বড় একটি ধাক্কা।” পাশাপাশি জানানো হয়, একটি ট্রেডিং কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে নেহা কাক্করকে।

আরো পড়ুন:

বিষয়টি নিয়ে চর্চা চলছে অন্তর্জালে। নেটিজেনদের অনেকে এই খবরে হতবাক হয়েছেন। অনেক তার গ্রেপ্তারের খবর ও ছবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু ভাইরাল ছবি ও খবরের সত্যতা কী?   

দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, নেহা কাক্করের গ্রেপ্তারের খবরটি সত্য নয়। আর যে ছবিটি ভাইরাল হয়েছে তা-ও কৃত্রিমভাবে বানানো। মূলত, আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। আরেকজন নারীকে গ্রেপ্তারের ছবি সম্পাদনা করে নেহার মুখ বসানো হয়েছে।

নেহার গ্রেপ্তারের খবর ও ছবি ছড়িয়ে পড়লেও এখনো নীরবতা ভাঙেননি এই শিল্পী কিংবা তার টিম।

গত বছর ভারতের একঝাঁক তারকার ডিপফেক ভিডিওর শিকার হন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারকা অভিনেত্রীদের অশ্লীল ভিডিও বানিয়ে অন্তর্জালে ছেড়ে দেওয়া হয়। এ তালিকায় রয়েছেন— আলিয়া ভাট, রাশ্মিকা মান্দানা, সানি লিওন, আনুশকা শেঠি প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়