ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিকিৎসককে ধর্ষণ-খুন: আদালতের রায়ে ক্ষুব্ধ তারকারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৭, ২০ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৩৮, ২০ জানুয়ারি ২০২৫
চিকিৎসককে ধর্ষণ-খুন: আদালতের রায়ে ক্ষুব্ধ তারকারা

ছবির কোলাজ

গত বছর কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। ৫ মাস পর আজ দুপুরে শিয়ালদহ আদালত সঞ্জয় রায় নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। এ রায়ের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কলকাতার তারকারা। 

নারী চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচার চেয়ে রাজপথে নেমেছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা রুদ্রনীল ঘোষ। হাজতবাসও করতে হয়েছে তাকে। প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই রুদ্রনীল ঘোষ বলেন, “অভিনেতা বা নেতা হিসেবে নয়, পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে, যারা আন্দোলনে ছিলেন, প্রত্যক্ষ করেছি, তারা এই রায়ে খুশি তো নন বরং অসন্তুষ্ট। প্রথম কথা হচ্ছে যে ‘রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস’ বলে সিবিআইকে বোঝাতে হবে কেন? এটা প্রমাণের দরকার কি? সম্মানীয় বিচারক, যিনি এই রায় দিয়েছেন তার রায়কে শিরোধার্য।”

আরো পড়ুন:

মৃত্যুদণ্ড না দেওয়ায় প্রশ্ন ছুড়েছেন রুদ্রনীল ঘোষ। তার ভাষায়, “সম্মানীয় বিচারক কি জানতেন না ‘রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস’। যে নৃশংস ঘটনা ঘটেছিল, তার তথ্যদি নিরিখে আজকে সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হল, কেন মৃত্যুদণ্ড নয়? আমার অনেক বন্ধুই ফোন করে বলছে, যদি মৃত্যুদণ্ড ঘোষণা হতো, তাহলে আমি একা মারা যাব কেন, এটা ভেবে সঞ্জয় কি আর সবার নাম বলে দিত? এই প্রশ্নগুলোই জনমানসে উঠছে।”

তিলোত্তমার হত্যাকাণ্ডের বিচার চেয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কখনো মিছিলে হেঁটেছেন, কখনো সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন। চিৎকার করে প্রশ্ন করেছেন নারীদের নিরাপত্তা নিয়েও। রায় ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই অভিনেত্রীও।

অপরাজিতা আঢ্য বলেন, “এতদিন ধরে এত তদন্ত করে যদি এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, সঞ্জয় রায় ছাড়া আর কেউ দোষী নন, সেখানে কিছু বলার নেই। মানুষ অনেক চেষ্টা করেছে, যথেষ্ট তদন্ত হয়েছে, তারপরও যদি এই সিদ্ধান্ত হয়ে থাকে সঞ্জয়ই দোষী, এজেন্সি, আদালত যদি তেমনটাই মনে করে থাকে, তেমনই রায় দিয়ে থাকে, তবে নিঃসন্দেহে ওই দোষী।”

অপরাজিতা আঢ্য অনেক প্রশ্নের সঠিক উত্তর জানেন না। তাই প্রশ্ন ছুড়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, “আশা করি, এটা এখানে থেমে থাকবে না, তদন্ত চলবে। দেখা যাক। কিছু তো বলার নেই। কারণ আদালত হচ্ছে সবার ওপরে, তার ওপরে তো কিছু বলার নেই। এত তদন্তের পর যদি আদালত এই সিদ্ধান্ত পৌঁছায়, তবে আমি কী বলব? সাধারণ মানুষ কী বলবে?”

নৃশংস এ ঘটনার বিচার চেয়ে রাজপথে নেমেছিলেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জিও। রায় ঘোষণার পর তিনি বলেন, “আমি সবসময় চেয়েছি যাতে বিচার হয়। সুষ্ঠ বিচারের পক্ষে ছিলাম-আছি-থাকব। একটি শহরের কেন্দ্রস্থলে, একটি হাসপাতালে, কীভাবে এই ঘটনা ঘটতে পারে! যারা দায়ী, সে যেকোনো স্তরের প্রশাসন হতে পারে, সর্বস্তরের প্রশাসন হোক কিংবা হাসপাতালস্তরে, প্রত্যেককে জবাব দিতে হবে। এটাই চেয়েছিলাম। এরপরও আদালতের বিচারে মনে হয়েছে, সঞ্জয় রায় একমাত্র দোষী। তাই তারা তাকে শাস্তি দিয়েছেন।”

বিচার ব্যবস্থার ওপর থেকে আস্থা না হারানোর আহ্বান জানান পরমব্রত চ্যাটার্জি। তার ভাষায়, “সাধারণ মানুষের তো বিচার ব্যবস্থার ওপর আস্থা না রেখে কোনো উপায় নেই। কারো মনে হতেই পারে এটা করে অনেককে হয়তো আড়াল করা হলো। কিন্তু বিচার ব্যবস্থার ওপর থেকে ভরসা উঠে গেলে তো হবে না। তাদের মনে হয়েছে সঞ্জয় একমাত্র না হলেও মূল দোষী, তাই শাস্তি দিয়েছে। যাবজ্জীবন কারাবাস নিঃসন্দেহে বড় একটা শাস্তি।”

কলকাতার তারকাদের মধ্যে বিচার চেয়ে সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রায় ঘোষণার পর হতাশা ব্যক্ত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। তাতে এ অভিনেত্রী লেখেন, “তিলোত্তমা, কলকাতার তিলোত্তমার বিচার নাই।”

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট দিবাগত ভোররাত ৩-৬টার মধ্যে আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণের পর খুন করা হয় তরুণী চিকিৎসককে। ওই তরুণীর গলার একটি হাড় ভাঙা ছিল। শরীরে মোট দশ স্থানে ক্ষত পাওয়া যায়; লজ্জাস্থানেও রক্ত ছিল।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়