ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিরবের সঙ্গী পরীমণি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫
নিরবের সঙ্গী পরীমণি

‘গোলাপ’ সিনেমায় দেখা যাবে নিরব-পরীমণিকে

প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন পরীমণি ও নিরব। ‘গোলাপ’ শিরোনামের সিনেমায় দেখা যাবে এই তারকা জুটিকে।

জানা গেছে, পলিটিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে ‘গোলাপ’ সিনেমা নির্মিত হবে। এটি পরিচালনা করবেন সামছুল হুদা। চলতি মাসে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন:

‘গোলাপ’ সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে পরীমণি বলেন, “অনেক দিন ধরে এমন গল্পের সিনেমায় কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম রূপা। গল্পে রূপা নাচবে, প্রেম করবে এমনকি ফাইটও করবে। গল্প শুনে রূপা চরিত্র আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি, নিরব ও আমাকে দর্শকরা পছন্দ করবেন।”

মৌলিক গল্প নিয়ে ‘গোলাপ’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে। এ তথ্য উল্লেখ করে পরিচালক সামছুল হুদা বলেন, “সাসপেন্স থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। কোনো সিনেমার অনুকরণে নয়; মৌলিক গল্পের সিনেমা ‘গোলাপ’।”

‘গোলাপ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর এ অভিনেতা জানান, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়