ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাইক্লোর আউটলেট উদ্বোধনে তাহসান-ফারিণ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৫
মাইক্লোর আউটলেট উদ্বোধনে তাহসান-ফারিণ

জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত তৈরি পোশাকের ব্র্যান্ড ‘মাইক্লো’। শনিবার (৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলার নতুন বাজার মোড়ে প্রতিষ্ঠানটির ১৪তম আউটলেট উদ্বোধন করেন সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। 

তাহসান খান বলেন, মাইক্লো রুচিশীল ও মানসম্মত পোশাক তৈরি করছে। এই ধারাবাহিকতা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি।

তাসনিয়া ফারিণ বলেন, মাইক্লো বাংলাদেশের শোরুম উদ্বোধনে ময়মনসিংহ জেলায় এসে আমার খুবই ভালো লাগছে। মাইক্লোর তৈরি পোশাক মানসম্মত ও বেশ সাশ্রয়ী। আশা করি, তারা ভবিষ্যতেও কোয়ালিটির সাথে আপস করবে না।

মাইক্লোর পরিচালক (ক্রিয়েটিভ ডিজাইন ইনোভেশন অ্যান্ড মার্কেটিং) বাবু আরিফ বলেন, মাইক্লো জাপানি লাইফস্টাইল থেকে অনুপ্রাণিত একটি পোশাকের ব্র্যান্ড যা টেকসই ও সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা দেয়। 

মাইক্লো বাংলাদেশের অপারেশন উপদেষ্টা কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, মাইক্লো বাংলাদেশ মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহ জেলার নতুন বাজারে ১৪তম শোরুম চালু করে মাইক্লো আরো একটা নতুন অধ্যায়ের সূচনা করলো। 

উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। শিগগিরই আরো কিছু শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ মাইক্লো বাংলাদেশ।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়