ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তির মিছিল থেকে সরে গেল ‘বান্ধব’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  
মুক্তির মিছিল থেকে সরে গেল ‘বান্ধব’

নির্মাতা সুজন বড়ুয়ার ‘বান্ধব’ সিনেমা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। সবকিছু ঠিকই ছিল। হঠাৎ মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক অনুপ বড়ুয়া।

অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে ‘বান্ধব’। প্রতিষ্ঠানটির কর্ণধার অনুপ বড়ুয়া বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডিস্ট্রিবিউটর, সিনেপ্লেক্স, হলমালিকের পরামর্শে এবং পবিত্র মাহে রমজানের বিষয়টি মাথায় রেখে ২১ ফেব্রুয়ারি মুক্তি বন্ধ রেখেছি। দুই ঈদের মাঝে ভালো দিনক্ষণ দেখে সিনেমাটি মুক্তি দেব।”

আরো পড়ুন:

ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া পরিচয়হীন একটি শিশুর জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘বান্ধব’ সিনেমার কাহিনি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান। প্রথমবার জুটি বেঁধেছেন মৌ খান ও সুমিত সেনগুপ্ত।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, আসমা, হাবিব খান, আন্না, শায়লা, উর্মি, আরফান প্রমুখ।

‘বান্ধব’ সিনেমায় পাঁচটি গান ব্যবহার করা হয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়