ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘নে ঝা টু’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  
সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা ‘নে ঝা টু’

সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রের শীর্ষে এখন চীনের মান্দারিন ভাষার ‘নে ঝা টু’। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ডিজনির ‘ইনসাইড আউট টু’-কে টপকে সেরার তকমা দখলে নেয় এই সিনেমা।

উচ্চ-প্রযুক্তির আইম্যাক্স থিয়েটারে সিনেমাটি দ্বিতীয়বার দেখার জন্য ভিড় করছেন দর্শকরা। চীনা নববর্ষে মুক্তি পাওয়ার পর থেকেই চলচ্চিত্রটি একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে। তুমুল জনপ্রিয়তার কারণে আইম্যাক্স থিয়েটাগুলোতে ‘নে ঝা টু’ সিনেমার টিকিট যেন সোনার হরিণ হয়ে উঠেছে।

আরো পড়ুন:

সিএনএন এক প্রতিবেদেনে জানিয়েছে, সিঙ্গেল মার্কেটে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘নে ঝা টু’। গত ২৯ জানুয়ারি মুক্তির পর থেকে চীনে টিকিট বিক্রিতে বিস্ময় তৈরি করেছে। এরই মধ্যে ১.৪ বিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি।

পৌরাণিক গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন জিয়াওজি। ছোট এক বালকের অলৌকিক ক্ষমতাকে ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— লু ইয়ানতিং, হান মো, লু চি প্রমুখ।

২০১৯ সালে মুক্তি পায় ‘নে ঝা’ সিনেমা। এটি নির্মাণ করেন জিয়াওজি। ৬ বছর পর নির্মিত হয়েছে সিনেমাটির সিক্যুয়েল। এটিও বক্স অফিসে সাড়া ফেলেছিল। তবে এতটা ঝড় তুলতে পারেনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়