ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভিউ কিংবা টাকার জন্য অভিনয় করি না: হিমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫
ভিউ কিংবা টাকার জন্য অভিনয় করি না: হিমি

জান্নাতুল সুমাইয়া হিমি

নাচ থেকে মডেলিং, তারপর অভিনয়ে নাম লেখান জান্নাতুল সুমাইয়া হিমি। এখন পুরোদস্তুর পেশাদার অভিনেত্রী। এ সময়ে যে কজন তরুণ টিভি অভিনেত্রী সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটান তাদেরই একজন হিমি।

নিউ মিডিয়ার বদৌলতে হিমির সুখ্যাতি ছড়িয়েছে ওপার বাংলায়ও। পশ্চিমবঙ্গে তার ভক্ত-অনুরাগী রয়েছেন; যারা হিমির অভিনয় ভালোবাসেন। ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় কলকাতার ভক্ত ও অভিনয় ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি।

আরো পড়ুন:

জান্নাতুল সুমাইয়া হিমি


কলকাতার দর্শকদের নিয়ে অনুভূতি ব্যক্ত করে হিমি বলেন, “এটা দারুণ ব্যাপার। আমি দেশে থাকলে বুঝতে পারি না। তবে যতবার কলকাতায় গিয়েছি, বুঝেছি। কলকাতার সঙ্গে আমার সম্পর্কটা খুব নিবিড়।”

অভিনয় ক্যারিয়ারে একটি সিনেমায় অভিনয় করেছেন হিমি। আর সেটাও কলকাতার। এ তথ্য উল্লেখ করে হিমি বলেন, “হঠাৎ দেখা’ সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে লঞ্চ করেছিলেন। রেশমি মিত্র এর পরিচালক ছিলেন। তারপর আর সেভাবে কাজ করা হয়নি। তবে কলকাতার প্রতি আমার একটা সফট কর্নার আছে।”

দেখতে দেখতে হিমির ক্যারিয়ারের বয়স কম হয়নি। কোন ধরনের চরিত্র বেশি টানা? জবাবে হিমি বলেন, “আমি ভিউ বা টাকার জন্য অভিনয় করি না। আমি ব্যক্তিগত জীবনে খুব চুপচাপ। তবে নাটকে খুব সপ্রতিভ চরিত্রে অভিনয় করতে হলে অনায়াসে করে ফেলি। আমার নানি একবার আমার পুরো নাটক দেখার পর বলেছিলেন, ‘এটায় তুমি ছিলে না?’ অথচ আমিই সেই নাটকের নায়িকা ছিলাম। আমাকে অত এক্সট্রোভার্ট চরিত্রে চিনতেই পারেননি। এইটুকু করতে পারাই আমার জন্য অনেক।”

সত্তর-আশির দশকের নায়িকাদের উদাহরণ টেনে হিমি বলেন, “সত্তর বা আশির দশকের নায়িকাদের চরিত্রগুলো খুব ভালো লাগে। উনারা চোখ দিয়ে অনেক বেশি অভিনয় করতেন। আমরা এখন তেমন পারি না। পিরিয়ডিক ড্রামা আমার খুব ভালো লাগে।”

জান্নাতুল সুমাইয়া হিমি


হিমি আপাতত নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে তিনি বলেন, “সামনে ঈদ। তাই ঈদ রিলেটেড কয়েকটি কাজ করছি; সেই নাটকগুলোর শুটিং নিয়েই আপাতত ব্যস্ত।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়