ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রকৃত পুরুষ জীবনসঙ্গীকে পিছিয়ে রাখতে চান না: পায়েল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২৫
প্রকৃত পুরুষ জীবনসঙ্গীকে পিছিয়ে রাখতে চান না: পায়েল

“আমি এখনো আমার বাবা-মায়ের সঙ্গে থাকি। নিজের অনেক কাজ থাকে, নিজের সঙ্গে সময় কাটাতেও ভালোবাসি। ভালো আছি। তাই একা থাকাটা আমার কাছে কোনো চ্যালেঞ্জ নয়।”— ভারতীয় একটি গনমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলো বলেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার।

১৯৮৪ সালের ১০ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন পায়েল সরকার। এ শহরেই তার বেড়ে ওঠা। ২০০৪ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন পায়েল। একই বছর ‘শুধু তুমি’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। এরপর অভিনয়ে ডুবে যান। ফলে এখনো বিয়ে করেননি বিয়াল্লিশের পায়েল।

পায়েলের বিয়ে নিয়ে তার ভক্ত-অনুরাগীদের আগ্রহের শেষ নেই। কিন্তু প্রেম-বিয়ে নিয়ে কী ভাবছেন এই অভিনেত্রী? একটি ঘটনা উল্লেখ করে পায়েল বলেন, “কমলদা (পরিচালক কমলেশ্বর মুখার্জি) একবার আমাকে বলেছিলেন, ‘ক্যারিয়ার তৈরি করতে হলে তাড়াতাড়ি বিয়ে করা যাবে না।”

তাহলে কি পরিচালকের পরামর্শ মেনে বিয়ে করছেন না পায়েল? অবশ্য এ প্রশ্নের উত্তর পাওয়া গেছে তার বক্তব্যে। পায়েলের মতে, “আবার জীবনে এ রকম কেউও থাকতে পারেন, যে হয়তো আমাকে আমার সম্পূর্ণ ক্যারিয়ারে সাপোর্ট করে গেলেন। একজন প্রকৃত পুরুষ কখনো তার জীবনসঙ্গীকে পিছিয়ে রাখতে চাইবেন না। বরং সাপোর্ট করবেন, সঙ্গীকে সব সময় এগিয়ে দেবেন। এ রকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায়!”

তাহলে মনেরমতো মানুষ কি খুঁজে পেয়েছেন পায়েল? জবাবে এই অভিনেত্রী বলেন, “দেখা যাক, ঠিক সময়ে জানতে পারবেন।”

তবে গত বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জন চাউর হয়েছিল, একজন প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন পায়েল। কিন্তু এই খবর উড়িয়ে দিয়ে তিনি জানান, কোনো প্রবাসীকে বিয়ে করছেন না। বরং কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন পায়েল।

বর্তমানে পায়েলের হাতে চারটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘দি অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ সিনেমার কাজ শেষ করেছেন। তবে ‘বিষণ্ন’, ‘এখানে অন্ধকার’, ‘আপনজন’ সিনেমার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়