ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮ বছরের পরিচয়, অতঃপর অভিনেত্রীর বিয়ে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
৮ বছরের পরিচয়, অতঃপর অভিনেত্রীর বিয়ে

বিয়ের সাজে শাকিলা (বায়ে)

বিয়ে করলেন মডেল-অভিনেত্রী শাকিলা পারভীন। তার বরের নাম আরবিন খান সোহান। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শাকিলার বর বাংলাদেশ বিমানে চাকরি করেন।

গতকাল বাগদান সম্পন্ন করার পরিকল্পনা করেছিল দুই পরিবারের সদস্যরা। এ তথ্য জানিয়ে শাকিলা বলেন, “আমাদের ভালো লাগা ছিল, সেখান থেকেই বন্ধুত্ব গড়ে ওঠে। দুই পরিবারে সদস্যরা আমাদের সম্পর্কের বিষয়টি জানতেন। দুই পরিবারের লোক গতকাল কথা বলেন বিয়ের দিন–তারিখ নিয়ে। এনগেজমেন্টের কথা ছিল। পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। কাউকেই জানাতে পারিনি। আমরা যেহেতু আগে থেকেই স্থির করেছিলাম বিয়ে করতে পারি, সেখানে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। পরে পরিবারের কথা চিন্তা করে বিয়েতে সম্মত হয়েছি।”

আরো পড়ুন:

বরের সঙ্গে শাকিলা


আরবিনের সঙ্গে শাকিলের ৮ বছরের পরিচয়। কিন্তু তাদের সম্পর্ককে ‘প্রেমের’ মোড়কে ঢাকতে চান না অভিনেত্রী। তার ভাষায়, “আমাদের প্রেম ছিল না, ৮ বছরের পরিচয়, ভালো লাগা থেকেই বিয়ে করেছি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই দুজন দুই পরিবারের সদস্যদের আগেই পছন্দের কথা জানিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে, আরবিন আমাকে বোঝে, সে আমার অভিনীত কাজগুলো পছন্দ করে, ভুল করলে সমালোচনা করে। পরে মনে হয়েছে, তাকে বিয়ে করা যায়। বিয়ের সিদ্ধান্ত পরিবার থেকেই হয়েছে।”

২০১৮ সালে মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন শাকিলা। পরের বছর টিভি নাটকে অভিনয় করেন। কিছুদিন আগে মোশাররফ করিমের সঙ্গে ‘সেম সেম বাট ডিফারেন্ট’ নাটকে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো— ‘বিয়ে বাড়ীর রং ঢং’, ‘আজ তামিমের বিয়ে’, ‘নানি বাড়ির স্মৃতি’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়