ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অর্থপূর্ণ সম্পর্ক খুঁজে পাওয়া মুশকিল: জিনাত আমান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ১ মার্চ ২০২৫  
অর্থপূর্ণ সম্পর্ক খুঁজে পাওয়া মুশকিল: জিনাত আমান

বরেণ্য অভিনেত্রী জিনাত আমান ১৯৭০ সালে বলিউডে পা রাখেন। ১৯৭৮ সালে অভিনেতা-পরিচালক-প্রযোজক সঞ্জয় খানের সঙ্গে ঘর বাঁধেন এই বর্ষীয়ান অভিনেত্রী। সঞ্জয়ের সঙ্গে দাম্পত্য জীবন সুখকর হয়নি। শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন জিনাত। সর্বশেষ ১৯৭৯ সালে ভেঙে যায় এই সংসার।

সঞ্জয়ের সঙ্গে সংসার ভাঙার ৬ বছর পর অভিনেতা মাজহার খানকে বিয়ে করেন জিনাত আমান। ১৩ বছর পর এ সংসারও ভেঙে যায়। তারপর আর সংসারী হননি ৭৩ বছরের জিনাত। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে এ অভিনেত্রী জানালেন— অর্থপূর্ণ সম্পর্ক পাওয়া খুবই কঠিন।

আরো পড়ুন:

জিনাত আমান বলেন, “আমার বয়স যখন কম ছিল তখন এটা নিয়ে চিন্তা করতাম না। কিন্তু এখন ব্যাপারটি নিয়ে কিছুটা হলেও চিন্তা করি। কথায় আছে— একাকিত্ব উপরে-নিচে সবখানে। আমি উভয়ই অনুভব করেছি।”

অর্থপূর্ণ সম্পর্ক খুঁজে পাওয়া মুশকিল। তা জানিয়ে জিনাত আমান বলেন, “আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে অপ্রিয় সত্য উপলদ্ধি করেছি। তা হলো— অর্থপূর্ণ সম্পর্ক খুঁজে পাওয়া কঠিন। কারণ জনসাধারণের কাছে আমার যে ব্যক্তিত্ব, তা আমার সত্যিকারের সত্ত্বাকে ঢেকে রাখে। আমাকে নিয়ে মানুষের যে ধারণা, তা কারাগারের মতো। যদিও এর সুবিধাও আছে।”

অর্থপূর্ণ সম্পর্কের মানদণ্ড কী? এ প্রশ্নের জবাবে জিনাত আমান বলেন— “পারস্পরিক সহনশীলতা।” খানিকটা ব্যাখ্যা করে জিনাত আমান বলেন, “একে অপরের সাফল্য উদযাপন করা। খারাপ সময় একসঙ্গে পাড় করা। সর্বোপরি, এমন একটি স্থানে পৌঁছানো যেখানে আপনি মুখোশহীন।”

১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ সিনেমার মাধ্যমে অভিনয়ের পথচলা শুরু করেন জিনাত আমান। তারপর ‘ইয়াদো কি বারাত’, ‘রোটি কাপড়া আউর মাকান’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে ঝড় তোলেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়