‘আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন’
রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ বান্টি। শনিবার (১ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে একথা জানান তিনি।
ঘটনার বর্ণনা দিয়ে হারুন রশিদ বান্টি বলেন, “কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত-বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের ওপর দিয়া যায় নাই টাকার উপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।”
সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উল্লেখ করে অভিনেতা বলেন, “আমি স্ট্যাটাস দিয়েছি এই কারণে যে আমাদের মিডিয়ার ভাই-বোনরা কেউ যেন এই ভুলটা না করে।”
বিষয়টি নিয়ে হারুন রশিদ বান্টি বলেন, “এগুলো এখন অহরহ হচ্ছে। আমার কাছে খুব স্বাভাবিক ব্যাপার মনে হয়েছে। তবে ভয় পেয়েছি। কেননা কোপটোপ যদি দিয়ে বসতো, সেই ভয় ছিল। ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম। আধ ঘণ্টা রাস্তার মধ্যে বসেছিলাম। কাউকে যে ফোনে কল করব, ব্যাগটা নিয়ে যে হাঁটব, অন্ধকার থেকে একটু আলোতে যাব সেই শক্তিও ছিল না।”
হারুন রশিদ বেশ জনপ্রিয় অভিনেতা। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও কাজ করেন। বিভিন্ন নাটক, সিনেমায় হাস্যরসাত্মক চরিত্রে বেশি দেখা যায় তাকে।
ঢাকা/রাহাত/শান্ত