ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আহত হৃতিক রোশান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১১ মার্চ ২০২৫   আপডেট: ১৭:১০, ১১ মার্চ ২০২৫
আহত হৃতিক রোশান

আহত হৃতিক রোশান

আহত হয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশান। ‘ওয়ার টু’ সিনেমার গানের রিহার্সেল করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন এই অভিনেতা। চিকিৎসকরা তাকে ৪ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “ওয়ার টু’ সিনেমার একটি গানে একসঙ্গে পারফর্ম করবেন জুনিয়র এনটিআর ও হৃতিক রোশান। এ গানের রিহার্সেলের সময়ে পায়ে আঘাত পান হৃতিক।”

আরো পড়ুন:

বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ তথ্য জানিয়ে সূত্রটি বলেন, “ব্যথা পাওয়ার পর অস্বস্তিবোধ করছিলেন হৃতিক রোশান। পরে চিকিৎসকরা পরীক্ষা করে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেন। গানটির শুটিংয়ের আগে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।”

হৃতিক বিশ্রামে থাকায় সিনেমাটিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তা জানিয়ে সূত্রটি বলেন, “ওয়ার টু’ সিনেমার এই গানের দৃশ্যধারণের কাজ হবে আগামী মে মাসে। সিনেমাটির প্রধান অভিনেতারা তাদের অংশের শুটিং শেষ করেছেন। পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করেছেন নির্মাতারা। এটি খুবই ছোট ব্যাপার, এতে করে সিনেমাটির প্রচার কিংবা বিপণনে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।”

২০১৯ সালে মুক্তি পায় ‘ওয়ার’ সিনেমা। এটি পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। এবার দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অয়ন মুখার্জি। 

‘ওয়ার টু’ সিনেমায় হৃতিক রোশানের বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়