ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুক্তিবদ্ধ হয়েও ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার কাজ ছেড়ে দেন নাঈম-শাবনাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১২ মার্চ ২০২৫   আপডেট: ১৮:০৫, ১২ মার্চ ২০২৫
চুক্তিবদ্ধ হয়েও ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার কাজ ছেড়ে দেন নাঈম-শাবনাজ

তারকা দম্পতি নাঈম-শাবনাজ

চিত্রনায়িকা শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘হেনা’ সংলাপটি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি নিয়ে প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে কথা বললেন গুণী অভিনেত্রী শাবনাজ।

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে বিশেষ অতিথি হয়ে আসছেন শাবনাজ। এই অনুষ্ঠানে তিনি বলেন, “অনেকে তো এখন আমাকে ‘হেনা আপা’ নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সাথে বিস্ময়কর। কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয়। সে ক্ষেত্রে ২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে, এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন, বিষয়টি অনেক বেশি ভালো লাগার। ভালো সিনেমার শক্তি এখানেই।”

অভিনেত্রী শাবনাজ অভিনয় ছেড়েছেন প্রায় দুই যুগের বেশি সময় হলো। অথচ এখনো সিনেমার দাগ বয়ে বেড়াচ্ছেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘লাভ’ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল। সেই দাগ এখনো রয়ে গেছে। একই বছর একই পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন সেই সময়ের সবচেয়ে সফল জুটি শাবনাজ-নাঈম।

তবে বিশেষ কারণে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন, সিনেমাটিতে কাজ না করার। পরে এই সিনেমার মাধ্যমে মৌসুমী-সালমান শাহের চলচ্চিত্রে অভিষেক ঘটে। অভিনয় না করলেও ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মহরতের দিন নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাবনাজ-নাঈম।

১৯৯১ সালে ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয় শাবনাজের। প্রথম সিনেমার জন্য ৫০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এরকম না বলা অনেক গল্পই জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ শেয়ার করেছেন এই অনুষ্ঠানে।

রুম্মান রশীদ খান ও অর্চি রহমানের সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানের বিশেষ পর্বটি ঈদের পরের দিন সকাল ৭টায় প্রচার হবে।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়