ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আছিয়াকে নিয়ে পিজিতের প্রতিবাদী গান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৮ মার্চ ২০২৫   আপডেট: ১৭:২১, ১৮ মার্চ ২০২৫
আছিয়াকে নিয়ে পিজিতের প্রতিবাদী গান

পিজিত মহাজন

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনা মানুষের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। সেই ঘটনাকে সামনে রেখে কথা-সুরে কিছু প্রশ্ন তুলেছেন তরুণ সংগীতশিল্পী পিজিত মহাজন।

গতকাল পিজিতের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘জাস্টিস ফর আছিয়া’ শিরোনামের গানটি। কথা-সুরের পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন পিজিত মহাজন।

আরো পড়ুন:

গানটি প্রকাশের পর দারুণ সমর্থন পাচ্ছেন শ্রোতা-সমালোচক-শিল্পীদের কাছ থেকে। অনেকেই গানটির প্রশংসা করে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। শিল্পীর এমন প্রতিবাদী গানের জন্য ধন্যবাদ দিচ্ছেন শ্রোতারা।

দ্রুততম সময়ের মধ্যে গানটি তৈরি ও প্রকাশ প্রসঙ্গে পিজিত বলেন, “গানে গানে নিজের ভেতরের প্রতিবাদটুকু জানালাম। আমার দেশ শান্ত হোক, শিশুরা থাকুক নিরাপদ, এই প্রার্থনা সবসময়।”

এবারই প্রথম নয়। আগেও পিজিত সময় ও সমাজের নানা বিষয়ে গান বেঁধে কণ্ঠে তুলেছেন। এরমধ্যে করোনা মহামারি, বন্যা আর তিস্তার ভাঙন নিয়ে তৈরি গানগুলো প্রশংসা পেয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দিত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গান গেয়েছেন পিজিত। ‘মধ্যবিত্ত’ শিরোনামের সেই গানটি মুক্তি পাবে মহাজনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়